নওগাঁর জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ১৩ নভেম্বর ২০২১

নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদ করোনায় আক্রায় হয়েছেন। শনিবার (১৩ নভেম্বর) সকালে নওগাঁ মেডিকেল কলেজে এন্টিজেন পরীক্ষার পর করোনা পজিটিভ আসে।

জেলা প্রশাসক হারুন অর রশীদ জাগো নিউজকে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শরীর ভালো আছে। সকাল পৌনে ১০ টার দিকে এন্টিজেন টেস্ট করার পর করোনা পজিটিভ আসে। জ্বর না থাকলেও শরীরে ঠান্ডা অনুভব হচ্ছে। তবে অন্য কোনো উপসর্গ নেই। দ্রুত আরোগ্য লাভের জন্য সবার কাছে দোয়া চাইছি।

এ বিষয়ে নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর এ মোর্শেদ জাগো নিউজকে বলেন, সকালে জেলা প্রশাসক এন্টিজেন পরীক্ষায় পজিটিভ হয়েছেন। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন এবং বাসভবনে আইসোলেশনে আছেন। সার্বিকভাবে তাকে পরামর্শ দেওয়া হচ্ছে।

জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় দুজনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে পিসিআর ল্যাব পরীক্ষায় একজনের এবং এন্টিজেন টেস্টে জেলা প্রশাসকের।

আব্বাস আলী/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।