নওগাঁর জেলা প্রশাসক করোনায় আক্রান্ত
নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদ করোনায় আক্রায় হয়েছেন। শনিবার (১৩ নভেম্বর) সকালে নওগাঁ মেডিকেল কলেজে এন্টিজেন পরীক্ষার পর করোনা পজিটিভ আসে।
জেলা প্রশাসক হারুন অর রশীদ জাগো নিউজকে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শরীর ভালো আছে। সকাল পৌনে ১০ টার দিকে এন্টিজেন টেস্ট করার পর করোনা পজিটিভ আসে। জ্বর না থাকলেও শরীরে ঠান্ডা অনুভব হচ্ছে। তবে অন্য কোনো উপসর্গ নেই। দ্রুত আরোগ্য লাভের জন্য সবার কাছে দোয়া চাইছি।
এ বিষয়ে নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর এ মোর্শেদ জাগো নিউজকে বলেন, সকালে জেলা প্রশাসক এন্টিজেন পরীক্ষায় পজিটিভ হয়েছেন। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন এবং বাসভবনে আইসোলেশনে আছেন। সার্বিকভাবে তাকে পরামর্শ দেওয়া হচ্ছে।
জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় দুজনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে পিসিআর ল্যাব পরীক্ষায় একজনের এবং এন্টিজেন টেস্টে জেলা প্রশাসকের।
আব্বাস আলী/এসজে/জেআইএম