বিজয়ী-পরাজিত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ১৪ নভেম্বর ২০২১

শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়ন পরিষদের ছয় নম্বর ওয়ার্ডে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এসময় বোমা, টেঁটা ও ইটের আঘাতে অন্তত ২০ আহত হয়েছেন।

রোববার (১৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ওই ইউনিয়নের খিলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

আহত রেজাউল হক (৪৫), ইমরান (৩২) ইদুল কোতোয়াল (১৮), সবুজ মুন্সী (৩০), ফয়সাল মুন্সী (২২) ও আবেদিনকে শরীয়তপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের নাম নিশ্চিত হওয়া যায়নি।

jagonews24

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ নভেম্বর) ডোমসার ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ সদস্য পদে মোরগ প্রতীক নিয়ে আলী আজগর খান ও তালা প্রতীক নিয়ে আব্দুল মতিন ছৈয়াল প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে বিজয়ী হন আলী আজগর খান। জয়-পরাজয় নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। দুই পক্ষের কয়েকশ লোক ধাওয়া-পাল্টাধাওয়া, পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এসময় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।

বিজয়ী প্রার্থী আলী আজগর খান বলেন, আমি জয়ী হয়ে এলাকার লোকদের সঙ্গে দেখা করতে গেলে মতিন ছৈয়াল লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এখন এর চেয়ে বেশিকিছু বলতে পারবো না।

jagonews24

পরাজিত প্রার্থী আব্দুল মতিন ছৈয়াল বলেন, আমার লোকদের ওপর হামলা চালিয়েছে আলী আজগরের লোকজন। আমার বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছেন।

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, আলী আজগর ও মতিন ছৈয়ালের দুই গ্রুপে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। এসময় দুই পক্ষ ১৫-২০টি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এখনও কোনো মামলা হয়নি।

মো. ছগির হোসেন/ইউএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।