ভোলায় পরীক্ষার্থীদের সহযোগিতা, দুই শিক্ষক বহিষ্কার
ফাইল ছবি
ভোলায় এসএসসি পরীক্ষায় সহযোগিতা করায় দুই শিক্ষক এবং হলে অসদুপায় অবলম্বন করায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ভোলা জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এসএসসি পরীক্ষার প্রথম দিনে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের ১১১ নম্বর কক্ষে পরীক্ষা চলাকালে যথাযথ দায়িত্ব পালন না করে পরীক্ষার্থীদের সহযোগিতা করায় ওই দুই শিক্ষককে বহিষ্কার করা হয়। এরা হলেন ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা হোসনে আরা বেগম ও সদরের রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বাবুল চন্দ্র রায়। এছাড়া অন্য একটি কেন্দ্রে অসদুপায় অবলম্বন করায় এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
জুয়েল সাহা বিকাশ/এসজে/জেআইএম