এসএসসির প্রথম দিনে নোয়াখালীতে অনুপস্থিত ৩ শতাধিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১১:১৯ পিএম, ১৪ নভেম্বর ২০২১

এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে নোয়াখালীর নয়টি উপজেলায় তিন শতাধিক পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। জেলার ৪২টি কেন্দ্রে এসএসসি ও ২০টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

রোববার (১৪ নভেম্বর) সন্ধ্যায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সালা উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি চিন্তা করে কেন্দ্রগুলোতে হ্যান্ড স্যানিটাইজার ও সাবানসহ সুরক্ষাসামগ্রীর ব্যবস্থা করা হয়েছে।’

শিক্ষা অফিসার আরও বলেন, ‘প্রথম দিনে জেলায় এসএসসি ও দাখিল মিলিয়ে তিন শতাধিক পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এরমধ্যে ছাত্রীদের সংখ্যাই বেশি।’

সূত্র জানিয়েছে, জেলায় এবার এসএসসিতে ৩৭ হাজার ১৯৯ জন ও দাখিলে ১১ হাজার ১১৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এবার সংক্ষিপ্ত সিলেবাসে শুধু তিনটি বিষয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে।

রোববার সকাল ১০টার দিকে পরীক্ষা শুরুর পর জেলা শহরের কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

তিনি বলেন, করোনা পরিস্থিতিতে সব নিয়মকানুন মেনে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।