নোয়াখালীতে ইপিআই টিকা প্রদানে টাকা আদায়ের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ১৫ নভেম্বর ২০২১

নোয়াখালীর সূবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী মো. মহিবুল্লাহর বিরুদ্ধে শিশুদের ইপিআই টিকা প্রদানে অভিভাবকদের কাছ থেকে ৫০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে।

সোমবার (১৫ নভেম্বর) সকালে চরজব্বর ইউনিয়নের চরহাসান ভুইয়ারহাটে রেডক্রিসেন্ট সোসাইটি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে তাৎক্ষণিক তাকে প্রত্যাহার করে হাতিয়ার ভাসানচরে ‘শাস্তিমূলক’ বদলি করা হয়েছে। এ ঘটনায় কনসালটেন্ট মাসুম বিল্লাহর নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্তকমিটি গঠন করা হয়েছে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান।

তিনি বলেন, বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইপিআই কর্মী মো. মহিবুল্লাহকে বদলি ও তার বেতন-ভাতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন হাতে পেলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, চরজব্বর চরহাসান ভুইয়ারহাটে ইপিআই কর্মী মহিবুল্লাহ শতাধিক শিশুর অভিভাবকের কাছ থেকে ইপিআই টিকার বিনিময়ে ৫০ টাকা করে আদায় করেন বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

ইকবাল হোসেন মজনু/ইউএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।