চন্দ্রমহল ইকোপার্ক থেকে হরিণ-কুমির-ক্যাঙ্গারুর চামড়া জব্দ
বাগেরহাটের রনজিৎপুরে অবস্থিত চন্দ্রমহল ইকোপার্কে অভিযান চালিয়ে বন্যপ্রাণীর চামড়া ও বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী জব্দ করা হয়েছে।
সোমবার (১৫ নভেম্বর) দুপুরে র্যাব-৬ ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা এবং প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ছয়টি হরিণের চামড়া, একটি ভাল্লুকের চামড়া, একটি কুমিরের চামড়া, একটি ক্যাঙ্গারুর চামড়া, একটি তিমির কংকাল, পাঁচটি অস্ট্রেলিয়ান ঘুঘু, ছয়টি হরিণের শিং, ছয়টি উটপাখি, একটি ময়ূর, দুটি মাছরাঙা, সাতটি বক, পাঁচটি বানর ও দুটি কচ্ছপ জব্দ করা হয়।
এসময় অবৈধভাবে বন্যপ্রাণীর চামড়া ও বন্যপ্রাণী মজুত রাখায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পার্ক কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুর-ই-আলম সিদ্দিকী।
র্যাব-৬ সূত্রে জানা যায়, চামড়া ও বন্যপ্রাণীর কোনো বৈধ কাগজপত্র না থাকায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে পার্ক কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। নগদ ৫০ হাজার টাকা জরিমানা দেওয়ায় পার্কের ম্যানেজার মো. মহব্বর আলী চাকলাদারকে ছেড়ে দেওয়া হয়।
র্যাব-৬ এর এসপি মো. মাফুজুর রহমান বলেন, পার্ক কর্তৃপক্ষ অবৈধ উপায়ে এসব প্রাণী ও চামড়া মজুত করেছেন। তারা এর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
শওকত আলী বাবু/ইউএইচ/এমএস