ভাবির শ্লীলতাহানির অভিযোগে কারাগারে দেবর
নেত্রকোনার মদনে ভাবিকে (২৮) শ্লীলতাহানি করার অভিযোগে মগবুল হোসেন (৩৫) নামের এক যুব্ককে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৫ নভেম্বর) বিকেলে তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামি মগবুল হোসেন উপজেলার মৃত ফজলুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মগবুল হোসেন প্রায়ই তার বড় ভাইয়ের স্ত্রীকে কুপ্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় শনিবার (১৩ নভেম্বর) শ্লীলতাহানির চেষ্টা করেন। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে রোববার (১৪ নভেম্বর) রাতে দেবর মগবুল হোসেনকে আসামি করে মদন থানায় একটি মামলা করেন। মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। আজ বিকেলে তাকে আদালতে তুললে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম আসামিকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
এইচ এম কামাল/এসআর/এমএস