নোয়াখালীতে নবান্ন উৎসবে পিঠা-পুলির ধুম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:৫১ পিএম, ১৬ নভেম্বর ২০২১

নোয়াখালীতে পিঠা-পুলি পায়েশ আর নাচ-গানে চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী কোম্পানীগঞ্জের চরহাজারীতে আনন্দঘন ওই উৎসবের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ মো. শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ আইউব মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউল হক মীর। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. বেলাল হোসেন।

কৃষিবিদ আইউব মাহমুদ জাগো নিউজকে বলেন, জেলায় মোট এক লাখ ৬৩ হাজার ২১৯ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চাইতে পাঁচ হাজার হেক্টর বেশি জমিতে উৎপাদন হয়েছে। ফলনের পরিমাণও অত্যন্ত ভালো।

ইকবাল হোসেন মজনু/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।