কলাপাড়ায় ৩০ মণ জাটকা জব্দ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ১৭ নভেম্বর ২০২১

পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে ৩০ মণ জাটকা ও এক লাখ ৫০ হাজার মিটার জাল জব্দ করেছে নৌ-পুলিশ।

মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত রাবনাবাদ নদী মোহনায় অভিযান চালিয়ে এসব মাছ ও জাল জব্দ করা হয়।

পরে বুধবার বিকেল ৩টার দিকে জব্দকৃত জাটকা কুয়াকাটা সৈকতের ঝাউবন এলাকার এতিমখানা ও গরীবদের মধ্যে বিতরণ করা হয়েছে।

jagonews24

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজীব মন্ডল বলেন, বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে জাটকা ধরা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত রাবনাবাদ নদী মোহনায় অভিযান চালিয়ে এসব জাল ও জাটকা জব্দ করা হয়। তবে এসময় কোনো অসাধু জেলেকে আটক করা যায়নি। জব্দকৃত জালের বাজারমূল্য প্রায় ৪৫ লাখ টাকা।

তিনি আরও বলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নির্দেশে জব্দকৃত মাছ কুয়াকাটা সৈকতের ঝাউবাগান এলাকার বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। নৌ-পুলিশের ঝাটকাবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

jagonews24

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জাগো নিউজকে জানান, নৌ-পুলিশের অভিযানে জাটকা ও অবৈধ জাল জব্দ করা হয়েছে। জাটকা এতিমখানা ও গরীবদের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে।

আসাদুজ্জামান মিরাজ/ইউএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।