নোয়াখালীর নবীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:২০ এএম, ১৮ নভেম্বর ২০২১

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছে নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ওই নির্বাচন হওয়ার কথা ছিল।

বুধবার (১৭ নভেম্বর) হাইকোর্টের এক আদেশের প্রেক্ষিতে নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো. আতিয়ার রহমান এবং নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-২ এর সহকারী সচিব মোহাম্মদ আশরাফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে স্থগিতের আদেশ দেওয়া হয়।

রাতে নোয়াখালী জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত রাখার জন্য সিদ্ধান্ত প্রদান করেছেন নির্বাচন কমিশন।

রিট পিটিশন সূত্রে জানা গেছে, নবীপুর ইউনিয়নের মেয়াদোত্তীর্ণের তারিখে গরমিল থাকায় বর্তমান চেয়ারম্যান মো. আমিন উল্যাহ বিএসসি ২৪ অক্টোবর হাইকোর্টে রিট পিটিশনটি দায়ের করেন।

তিনি বলেন, ২০১৬ সালের ২৮ মে পঞ্চম ধাপে এই ইউনিয়নের নির্বাচন হলেও একটি কেন্দ্রে বার বার ভোট গ্রহণ হওয়ায় ১৭ মাস পর দায়িত্ব বুঝে পাই। তাই ভুলবশত নির্বাচনের তফসিল ঘোষণা হলেও এ পরিষদের মেয়াদ আরও এক বছর রয়েছে। এ নিয়ে আদালতের দ্বারস্থ হলে বিষয়টি আমলে নিয়ে নির্বাচন স্থগিতের আদেশ দেন।

ইকবাল হোসেন মজনু/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।