কালিয়াকৈরে ৮ বিদ্রোহী প্রার্থীকে আ’লীগ থেকে বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:২২ পিএম, ১৮ নভেম্বর ২০২১

ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় গাজীপুরের কালিয়াকৈরে আওয়ামী লীগের আট নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুরাদ কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জাগো নিউজকে বলেন, ওই আট নেতার কাছে বৃহস্পতিবার সকালে চিঠিও পৌঁছে দেওয়া হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন- আটাবহ ইউনিয়ন আওয়ামী লীগ শাখার সদস্য মুজিবুর রহমান, বোয়ালী ইউনিয়ন শাখার সদস্য বাবু চান মোহন রায়, চাপাইর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. সাইফুজ্জামান, আটাবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল আলীম, ঢালজোড়া ইউনিয়ন শাখার সদস্য মো. আখতারুজ্জামান ও ইছাম উদ্দিন, বোয়ালী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন খান, মধ্যপাড়া ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সিরাজুল ইসলাম।

দলীয় সূত্রে জানা গেছে, ২৮ নভেম্বর উপজেলার সাত ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। কেন্দ্র চেয়ারম্যান পদে মনোনয়ন দিলেও ছয়টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা সক্রিয়। তারা নির্বাচনে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে উপজেলা আওয়ামী লীগ বুধবার জেলা আওয়ামী লীগের সঙ্গে জরুরি বৈঠক করে। ওই বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আট নেতাকে বহিষ্কার করা হয়।

মো. আমিনুল ইসলাম/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।