কুয়াকাটায় শুরু হয়েছে রাস পূজা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৮:০৪ পিএম, ১৮ নভেম্বর ২০২১

পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী কৃষ্ণের রাস উৎসবের আনুষ্ঠানিকতা।

বুধবার (১৭ নভেম্বর) দিনগত রাত ১২টায় সতের জোড়া প্রতিমা দর্শনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে বৃহস্পতিবার সকাল থেকে দূর-দূরান্তের হিন্দু সম্প্রদায়ের মানুষ পূজায় অংশ নিতে কুয়াকাটায় আসছেন।

ঝালকাঠি থেকে আসা সুমন চন্দ্র সাহা জানান, পূজা উপলক্ষে সকালে কুয়াকাটায় আসছি, আগামীকাল পুণ্যস্নান শেষ করে চলে যাবো।

কুয়াকাটায় শুরু হয়েছে রাস পূজা

স্থানীয় পর্যটক ব্যবসায়ীরা জানান, একদিকে পূজা অন্যদিকে শুক্রবার ছুটির দিন তাই কিছু পর্যটকদের দেখা মিলছে। যদি তিনদিন ব্যাপী মেলার আয়োজন করা হতো তাহলে হয়তো রাস মেলার পরিপূর্ণতা পেতো।

পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কাজল বরণ দাশ জানান, একাদশীর মধ্যে দিয়ে রাশ পূজার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রদীপ প্রজ্বলন, ঘরতুলসিসহ সারারাত ধর্মীয় আনুষ্ঠানিকতা চলবে। শুক্রবার সকালে পুণ্যস্নানের মধ্যদিয়ে পূজার সমাপ্তি হবে।

কুয়াকাটায় শুরু হয়েছে রাস পূজা

কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার জানান, রাস পূজা কুয়াকাটার একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান। এ পূজায় পৌরসভার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা রয়েছে।

কুয়াকাটায় শুরু হয়েছে রাস পূজা

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক বদরুল কবির জানান, পূজাকে কেন্দ্র করে সৈকত, গঙ্গামতি, লেম্বুরবনসহ বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।

আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।