ছাত্রী নিবাস থেকে হাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ১৮ নভেম্বর ২০২১
ফাইল ছবি

দিনাজপুরে ছাত্রী নিবাস থেকে মাধবী রায় নামে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বিকেএসপির সামনে জয়ন্ত ছাত্রী নিবাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত মাধবী হাবিপ্রবির সমাজ বিজ্ঞান বিভাগের ১৭ তম ব্যাচের ছাত্রী। তার গ্রামের বাড়ি পঞ্চগড় জেলায়।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।