মহানন্দা যেন নিরানন্দের নাম তাদের জীবনে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০১:০৯ পিএম, ১৯ নভেম্বর ২০২১

চাঁপাইনবাবগঞ্জ জেলার শরীর পেঁচিয়ে বইছে মহানন্দা নদী। গত এক দশকে জেলার অধিকাংশ স্থানে উন্নয়নের ছোঁয়া লাগলেও সেরকম পরশ পাননি শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের রানিনগর এলাকার মানুষেরা। মহানন্দাই যেন তাদের জীবনে বড় নিরানন্দের কারণ হয়ে দাঁড়িয়েছে। নদীর ওপর ব্রিজ নেই, নেই পারাপারের কোনো সুবন্দোবস্ত। মাত্র চারটি নৌকাতে ভরসা রেখেই প্রতিদিন ভোগান্তি নিয়ে এ পথে পারাপার হতে হয় হাজারো মানুষকে।

সরেজমিনে দেখা যায়, রানিনগর-মহিপুর গ্রামের পাশ দিয়ে নিরিবিলি বইছে মহনন্দা নদী। নদী পারাপারের জন্য রয়েছে মাত্র চারটি নৌকা। সকাল-বিকেলে দুটি করে ব্যবহার হয়। প্রতিদিন সকাল-সন্ধ্যা এ চারটি নৌকা দিয়েই শত শত সাইকেল, মোটরসাইকেল, ভ্যানসহ অন্যান্য যানবাহন পারাপার হয়। এতে পারাপারে চরম দুর্ভোগ নিয়ে দিন-মাস-বছর-যুগ পার করছেন এলাকাবাসী।

jagonews24

নদী পারাপারের কোনো সুব্যবস্থা না থাকায় নদীতীরের অদূরের স্কুল-কলেজের শিক্ষার্থীরা পড়েছেন সবচেয়ে বেশি ভোগান্তিতে। সময়মতো নৌকা না পাওয়ায় তারা ঠিকঠাকভাবে স্কুল-কলেজে যেতে পারছেন না। প্রায় প্রতিদিনই বিপাকে পড়তে হচ্ছে অসংখ্য শিক্ষার্থীর।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন এ ঘাট দিয়ে পারাপার হয় উপজেলার ধাইনগর, চককীর্তি, দিয়াড়, গোবরাতলা, লাউঘাটা, মহিপুর, শ্যামপুর, লাখকাট্টিতলা, বহুলা, কানসাট, মুন্সিপাড়া গ্রামের মানুষেরা।

স্থানীয় বাসিন্দা কামরুল জাগো নিউজকে জানান, রানিনগর ঘাট দিয়ে প্রতিদিন লাখ লাখ মানুষ চলাচল করে। কিন্তু ঘরে নৌকা মাত্র চারটি, সকাল-বিকেল দুটি করে চলাচল করে। নৌকা কম হওয়ায় ঘাটে শত শত মানুষ সারাক্ষণ নদী পারাপারের অপেক্ষায় থাকেন। এতে প্রতিদিনই বাড়তি সময় নষ্ট হয়। অনেকে সময় মতো গন্তব্যে যেতে পারেন না। এ সমস্যাটা স্কুল-কলেজের শিক্ষার্থীদের বেশি হয়। এছাড়া প্রতিদিনই নৌকাগুলো অতিরিক্ত যাত্রী নিয়ে পারাপার করে। এতে দুর্ঘটনার ঝুঁকি থেকেই যায়।

তমাল আলী নামে একজন জানান, আমাদের এই রানিনগর ঘাট দিয়ে অনেক সময় অসুস্থ রোগী হাসপাতালে নিয়ে যেতে হয়। কিন্তু নৌকা নেই ব্রিজ নেই, এজন্য আমাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। অনেক রোগী পথেই মারা যায়।

jagonews24

ধাইনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ. ক. ম তাবারিয়া চৌধুরী জানান, সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হয়েছে। কিছুদিনের মধ্যে সেতু নির্মাণের জন্য রিপোর্ট পাঠানোর কথা। একটি ব্রিজ নির্মাণ হলে অসংখ্য মানুষের দুর্ভোগ কমবে।

এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী হারুন-অর রশিদ জাগো নিউজকে জানান, সংশ্লিষ্ট দপ্তর আমাদের কাছে তথ্য চেয়েছে। দ্রুত রানিনগর এলাকা পরিদর্শন করে প্রতিবেদন পাঠানো হবে। এরপর পরবর্তী সিদ্ধান্ত হবে।

সোহান মাহমুদ/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।