জাল টাকা ছাপানোর মেশিনসহ মা-ছেলে আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৭:২৭ পিএম, ১৯ নভেম্বর ২০২১

বরগুনার পাথরঘাটায় জাল টাকা ও টাকা ছাপানোর মেশিনসহ মা-ছেলেকে আটক করে পুলিশ। শুক্রবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) তোফায়েল হোসেন সরকার এতথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন-পাথরঘাটা উপজেলার বাবুল মিয়ার ছেলে মামুন (২৩) ও স্ত্রী মিনারা বেগম (৩৮)।

jagonews24

পুলিশ জানায়, উত্তর কাকচিড়া এলাকার একটি চায়ের দোকানে চা খাওয়ার পর দোকানদারকে এক হাজার টাকার একটি নোট দেন মামুন। নোটটি জাল বলে সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মামুনের কাছ থেকে তিন হাজার টাকার জাল নোট উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদে বাড়িতে জাল টাকা ছাপানোর মেশিন থাকার তথ্য দেন মামুন। পরে লাঠিমারা এলাকার আবদুল খালেকের বসতঘর থেকে জাল টাকা তৈরির মেশিন উদ্ধার করা হয়। এসময় আবদুল খালেকের তথ্য অনুযায়ী মামুনের মা মিনারা বেগমকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন বলেন, আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।