বাল্যবিয়ে বন্ধ, জরিমানা গুনলেন কনের বাবা
কনের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি বিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। একইসঙ্গে কনের বাবাকে জরিমানা করা হয়েছে।
শনিবার (২০ নভেম্বর) উপজেলার বান্ধাবাড়ি ইউনিয়নের হাসুয়া গ্রামের ফুরু মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
পাত্রীর নাম নাহিদা মোল্লা (১৫)। সে হাসুয়া গ্রামের ফুরু মোল্লার মেয়ে এবং নারিকেলবাড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। পাত্র উপজেলার লাকিরপাড়া গ্রামের ইকবাল কাজীর ছেলে ইমরান কাজী।
স্থানীয় সূত্র জানায়, শনিবার বিয়ের সব আয়োজন সম্পন্ন করে নাহিদার পরিবার। খবর পেয়ে ইউএনও ফেরদৌস ওয়াহিদ বিয়েবাড়িতে উপস্থিত হন। তিনি পাত্রীর বয়স ১৮ বছর পূর্ণ হয়নি বলে জানতে পারেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইউএনও কনের বাবা ফুরু মোল্লাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। একইসঙ্গে মেয়েকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকা নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বাল্যবিয়ে বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
মেহেদী হাসান/এসআর/জিকেএস