ধর্মঘটে যানবাহন নেই, যাত্রী টানছে অ্যাম্বুলেন্স

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ১১:৪৯ এএম, ২২ নভেম্বর ২০২১

সুনামগঞ্জে চালক-শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সোমবার (২২ নভেম্বর) সকাল থেকে শহরের বাসস্ট্যান্ড এলাকায় অপেক্ষার প্রহর গুনছেন বিভিন্ন রুটের যাত্রীরা।

সরেজমিনে দেখা যায়, সিলেটসহ বিভিন্ন এলাকায় যেতে যাত্রীরা সকাল থেকে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছেন। সড়কে সব ধরনের যানবাহন বন্ধ থাকায় বিকল্প মাধ্যমে কয়েকগুণ ভাড়ায় গন্তব্যে রওনা হচ্ছেন তারা। বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সে যাত্রী নিতে দেখা গেছে।

আল আমিন নামের এক যাত্রী বলেন, হঠাৎ করে সড়কে সব ধরনের যানবাহন বন্ধ হওয়ায় বিপাকে পড়েছি।

ambu1

দোয়ারা বাজার উপজেলার বাসিন্দা লাল মিয়া বলেন, সিলেটে যাওয়ার জন্য সকালে বাসস্ট্যান্ডে পৌঁছাই। কোনো যানবাহন না থাকায় বাধ্য হয়ে কয়েকগুণ বাড়া দিয়ে অ্যাম্বুলেন্সে রওনা দেই।

সুনামগঞ্জ সদর উপজেলার বাসিন্দা এমরান হোসেন বলেন, সিলেটে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি। আজকে একটি সভা রয়েছে। যদি ঠিক সময়ে যেতে না পারি তাহলে চাকরিটা হারাবো।

এমরান হোসেন নামের আরেক যাত্রী বলেন, রোগী হয়েও অ্যাম্বুলেন্সে উঠিনি। কিন্তু আজকে সে অ্যাম্বুলেন্সে গাদাগাদি করে উঠেছি।

ambu1

অ্যাম্বুলেন্স চালক রিয়াজ মিয়া বলেন, ধর্মঘটে আমাদের কপাল খুলেছে। যে কয়দিন ধর্মঘট হবে আশা করি রোজগার ভালো হবে।

সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেজাউল করিম বলেন, দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চলবে। আমরা কারো কথা শুনব না।

লিপসন আহমেদ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।