ভোলায় জাহাজ থেকে ৮ কোটি টাকার বিদেশি শাড়ি-থ্রিপিস উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২৩ নভেম্বর ২০২১

ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকার মেঘনা নদীতে একটি বলগেট (জাহাজ) থেকে ২৪ হাজার ৫২৬ পিস বিদেশি শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা, শাল ও ওড়নাসহ পাঁচজনকে আটক করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। উদ্ধার মালামালের মূল্য প্রায় আট কোটি টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।

উদ্ধার মালামালের মধ্যে ১৫ হাজার ৩৬৭ পিস বিদেশি শাড়ি, এক হাজার ২২ পিস থ্রি-পিস, ৯৪৫ পিস লেহেঙ্গা, পাঁচ হাজার ৭৯২ পিস শাল ও এক হাজার ৪০০ পিস ওড়না রয়েছে।

আটকরা হলেন-বাগেরহাট জেলার মো. নুর ইসলাম (৩৬), মো. আসাদুজ্জামান (৩৮), মো. রফিকুল ইসলাম (৩০) ও মো. শহীদ (৪০) এবং বরিশালের হিজলা উপজেলার মো. লিটন (৩৬)।

Bhola-News-P

উদ্ধার মালামাল ও আটকদের মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, রোববার (২১ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের তুলাতুলি গ্রামের মেঘনা নদীতে বলগেট থেকে এসব বিদেশি মালামাল জব্দ ও ওই পাঁচজনকে আটক করা হয়।

জুয়েল সাহা বিকাশ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।