হাওরে শিক্ষার জন্য ব্রিটিশ সরকারের ৫৪ মিলিয়ন পাউন্ডের প্রকল্প

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ২৩ নভেম্বর ২০২১

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উজানিগাঁও গ্রামে ব্র্যাকের প্রাক-প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন ও ব্রিটিশ সংসদ সদস্য হেলেন গ্রান্ট।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার ব্র্যাকের বিভিন্ন প্রাক-প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তারা।

পরিদর্শন শেষে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন ও এমপি হেলেন গ্রান্ট সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশের প্রত্যন্ত এলাকার (হাওর) মেয়েশিশুদের শিক্ষার জন্য ব্রিটিশ সরকার ৫৪ মিলিয়ন পাউন্ডের একটি বড় প্রকল্প হাতে নিয়েছে। ব্রিটিশ সরকার প্রকল্পটি টেকসই করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণ করবে। শিক্ষার পাশাপাশি দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নে প্রকল্পটি অবদান রাখবে বলে তারা আশা করেন।

jagonews24

প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন হাইকমিশনের সিপিও সেলিম রেজা, টিম লিডার ফাহমিদা শবনম, ডেপুটি টিম লিডার গোলাম কিবরিয়া প্রমুখ।

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন ও ব্রিটিশ এমপি হেলেন গ্রান্ট বিদ্যালয়ে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা তাদের ফুল দিয়ে বরণ করে নেন। এসময় বাউলসম্রাট শাহ আব্দুল করিমের গান, রাধারমণের ধামাইল গান পরিবেশন করা হয়।

লিপসন আহমেদ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।