চুয়াডাঙ্গায় নৌকায় আগুন, স্বতন্ত্রপ্রার্থীর কার্যালয় ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ২৪ নভেম্বর ২০২১

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও স্বতন্ত্রপ্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বুধবার (২৪ নভেম্বর) ভোরে উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের বড়বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নৌকার প্রার্থী নাহিদ হাসনাত সোহাগ জানান, ভোর ৪টার দিকে আমার বড়বোয়ালিয়া গ্রামের নির্বাচনী অফিসে হামলা চালায় স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকরা। এসময় নির্বাচনী অফিস ভাঙচুরের পর নৌকায় আগুন দেন তারা।

jagonews24

অপরদিকে একই গ্রামের পূর্বপাড়ায় স্বতন্ত্রপ্রার্থী (আনারস) কাওসার আহমেদ বাবলুর নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

এ বিষয়ে আলমডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হামলার ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

সালাউদ্দীন কাজল/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।