ফেসবুকে খবর পেয়ে বিশাল শোডাউন, পরে জানলেন মনোনয়ন পাননি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ২৪ নভেম্বর ২০২১

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান প্রার্থী শেখ মোহাম্মদ কদর আলী। একইসঙ্গে স্বতন্ত্র প্রার্থী হতে ফরম জমা দিয়েছেন তিনি।

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার কুশলী ইউনিয়ন পরিষদ মাঠে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কদর আলী উপজেলার কুশলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে ফেসবুকে টুঙ্গিপাড়ার একটি পেজে উপজেলায় দলীয় মনোনয়ন পাওয়া ইউপি প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় শেখ মোহাম্মদ কদর আলীর নামও ছিল। এরপর তিনি এর সত্যতা যাচাই না করেই বিশাল শোডাউন করেন। আজ দুপুরে তিনি জানতে পারেন তাকে মনোনয়ন দেওয়া হয়নি। পরে দুপুরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেন।

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ মোহাম্মদ কদর আলী বলেন, আমার বাবা দুইবার কুশলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আমি আওয়ামী লীগ পরিবার থেকে উঠে এসেছি। এবারের নির্বাচনে আমাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানান টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের। কিন্তু ঢাকা থেকে পাঠানো তালিকায় আমার নাম নেই। এ প্রার্থীর অভিযোগ, প্রথমবার তার নাম থাকলে পরে তালিকা সংশোধন করে তার নাম বাদ দেওয়া হয়েছে।

শেখ মোহাম্মদ কদর আলী আরও বলেন, এলাকাবাসী আমাকে ভালোবাসেন। এজন্য আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেলেও আমি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবো। আমার এ নির্বাচন আওয়ামী লীগ বা নৌকার বিরুদ্ধে নয়, আমি নির্বাচন করবো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের জাগো নিউজকে বলেন, ‘এটি ডাহা মিথ্যা কথা। আমি তাকে মনোনয়নের কোনো কথা বলিনি। তিনি বানিয়ে আমার নাম বলছেন।’

মেহেদী হাসান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।