ছিনতাই করতে গিয়ে ধরা ‘বেদের মেয়ে জোৎস্না’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ২৪ নভেম্বর ২০২১

ভ্যানিটি ব্যাগ থেকে টাকা ছিনতাই করার সময় নিপা খাতুন (২২) ও রুবিনা খাতুন (২৪) নামের দুই বেদেকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

বুধবার (২৪ নভেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা নিজেদের ‘বেদের মেয়ে জোৎস্না’ নামে পরিচয় দিতেন বলে জানিয়েছে পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতাররা খুবই ধূর্ত। তারা মূলত সাপুড়ে। তারা বিভিন্ন সড়কে ঘুরে বেড়ান। এরপর কোথাও ভিড় দেখলে সেখানে মিশে যান এবং সুযোগ বুঝে ব্যাগ, টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। বুধবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সামনে ভিড় দেখে তারা সেখানে যান। এসময় আছমা বেগম ও জমেলা বেগম নামের দুজনের ভ্যানিটি ব্যাগ থেকে টাকা ছিনিয়ে নিতে গিয়ে ধরা পড়েন।

গ্রেফতার দুজনের বিরুদ্ধে এর আগে শেরপুর জেলায় একটি মামলা রয়েছে বলেও জানান ওসি।

সালাউদ্দীন কাজল/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।