উখিয়ার ক্যাম্প থেকে পালিয়ে নোয়াখালীতে ধরা রোহিঙ্গা যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১২:০১ এএম, ২৫ নভেম্বর ২০২১

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে নোয়াখালীর সেনবাগে ধরা পড়েছে রোহিঙ্গা যুবক নূর আলম (৩০)।

বুধবার (২৪ নভেম্বর) রাতে জমিদারহাট এলাকা থেকে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী।

তিনি বলেন, ইউনিয়ন ও পৌর নির্বাচনের কারণে সেনবাগের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়। এতে এক যুবকের কথাবার্তা অসংলগ্ন মনে হওয়ায় তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি জানান, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে একমাস আগে পালিয়ে এসেছেন।

ওসি আরও জানান, নোয়াখালীর ভাসানচরে তার মামা রয়েছেন, সেখানে যাওয়ার চেষ্টা করছেন। পরে তাকে সুধারাম থানায় পাঠানো হয়েছে। সেখান থেকে বৃহস্পতিবার হাতিয়ার ভাসানচরে পাঠানোর ব্যবস্থা করা হবে।

ইকবাল হোসেন মজনু/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।