ভাসানচরে পালানোর সময় ২৩ রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০১:৫৭ পিএম, ২৭ নভেম্বর ২০২১
ফাইল ছবি

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় ২৩ রোহিঙ্গাকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২৬ নভেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে আট পুরুষ, ছয় নারী ও ১০ শিশুকে আটক করা হয়।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের ক্যাম্প ইনচার্জ (আর আর আরসি) নওশের ইবনে হালিম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আইনগত প্রক্রিয়া শেষে আটক রোহিঙ্গাদের স্ব স্ব ক্লাস্টারের মাঝিদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

ভাসানচর থানার উপপরিদর্শক (এসআই) অরুণ মিত্র জাগো নিউজকে জানান, আটককৃত প্রাপ্তবয়স্ক ১৩ জনকে পাঁচ হাজার টাকা করে জামানতের মুছলেকায় ক্লাস্টারে ফেরত দেওয়া হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।