ভোলায় যুবলীগ নেতাকে গুলি করে হত্যা, গ্রেফতার এক
ভোলায় মাঝনদীতে যুবলীগ নেতা মো. খোরশেদ আলম টিটুকে (৩৫) গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. আবুল বাশার (৩৫) ভোলা সদর উপজেলার তুলাতুলি গ্রামের আবু সাঈদের ছেলে।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জাগো নিউজকে বলেন, শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. খোরশেদ আলম টিটু হত্যা মামলায় আবুল বাশার নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এর আগে শুক্রবার (২৬ নভেম্বর) নির্বাচনী এলাকা থেকে ফেরার সময় মাঝনদীতে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের ট্রলারে গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা। এতে মো. খোরশেদ আলম টিটু নিহত হন। রাতেই নিহত টিটুর ভাই মো. ভুট্ট বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ এবং তিন-চারজনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা করেন।
জুয়েল সাহা বিকাশ/ইউএইচ/এমএস