ভোটকেন্দ্রে যাওয়ার সময় নৌকার দুই সমর্থককে মারধর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ২৮ নভেম্বর ২০২১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোট দিতে যাওয়ার সময় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর (নৌকা) দুই সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর লোকজনের বিরুদ্ধে।

রোববার (২৮ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের বড় বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত দুইজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- একই গ্রামের মৃত সিদ্দিক বিশ্বাসের ছেলে মাহবুব আলম (৪৫) ও মৃত জাহাবক্স বিশ্বাসের ছেলে আশরাফুর রহমান (৬০)।

আহত মাহবুব আলম জানান, ভোট দিতে বাড়ি থেকে বড় বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যাচ্ছিলাম। এসময় বাড়ির ছাদের ওপর থেকে আমাদের উপর ইট নিক্ষেপ শুরু করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস) কাউছার আহমেদ বাবলুর সর্মথকরা। এতে আমাদের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে। স্থানীয় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন জানান, আহদের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ওই ঘটনায় থানায় কেউ অভিযোগ দেননি। বড় বোয়ালিয়া এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

সালাউদ্দীন কাজল/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।