ব্যালট ছিনতাই, নেত্রকোনায় এক কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ২৮ নভেম্বর ২০২১

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও মিশনারী স্কুল (প্রাইমারি) কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

ব্যালট ছিনতাইয়ের ঘটনায় রোববার (২৮ নভেম্বর) দুপুর ১টার দিকে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

কলমাকান্দা উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা একেএম মুসা মিয়া জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কিছু দুষ্কৃতকারী দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রে ঢুকে দুই শতাধিক ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল বাতেন বিষয়টি আমাকে জানায়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দুপুর ১টা থেকে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। তবে ছিনতাই হওয়া ব্যালট পেপার এখনো উদ্ধার হয়নি।

কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, হঠাৎ করে কিছু দুষ্কৃতকারী কেন্দ্রে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ব্যালট ছিনতাই করে নিয়ে যায়। তারা কোন প্রার্থীর লোক তা তাৎক্ষণিক চিহ্নিত করতে পারিনি।

তবে স্বতন্ত্র প্রার্থী চান মিয়া দেওয়ানীর দাবি, ব্যালট ছিনতাইয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিকের লোকজন জড়িত।

এইচ এম কামাল/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।