ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় তীরবিদ্ধ যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ২৮ নভেম্বর ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে তীরবিদ্ধসহ অন্তত ১১ জন আহত হয়েছেন।

রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার তেজখালী ইউনিয়নের ইমাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, রোববার বিকেল সাড়ে ৩টা থেকে ওই ভোটকেন্দ্রে তালা প্রতীকের মোহন মিয়া ও মোরগ প্রতীকের প্রার্থী মনির হোসেনের সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ১০-১২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

এ সংঘর্ষে তীরবিদ্ধ সামিরুল (২২) নামের এ যুবককে নবীনগর উপজেলা সলিমগঞ্জ বাজারের অলিউর রহমান জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছামিরুল তেজখালী ইউনিয়নের ইমামনগর গ্রামের হাসান মিয়ার ছেলে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরিস্থিতি এখন স্বাভাবিক। সেখানে পুলিশ মোতায়েন আছে।

আবুল হাসনাত মো. রাফি/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।