ভোলায় আ’লীগ ৬, স্বতন্ত্র ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ২৯ নভেম্বর ২০২১

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোলার চরফ্যাশন উপজেলার সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয়টিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। এরমধ্যে চর মানিকা, রসুলপুর, অধ্যক্ষ নজরুল নগর, আব্দুল্লাহপুর, আবু বকরপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীরা আগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এছাড়া চর কুকরি-মুকরি ইউনিয়নে আওয়ামী লীগ এবং ওসমানগঞ্জে ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এই ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আবুল হাসেম মহাজন চার হাজার ১৮৪ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। ওসমানগঞ্জ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাশেম মোল্লা আনারস প্রতীকে সাত হাজার ৩৯০ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।

রোববার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চরফ্যাশন উপজেলার নির্বাচন ও রিটানিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জুয়েল সাহা বিকাশ/ইউএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।