দুর্গাপুরে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ২৯ নভেম্বর ২০২১

নেত্রকোনার দুর্গাপুরে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজয়ের একদিন পরই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মো. হাবিবুর রহমান (৩৮) নামের এক চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে ওই প্রার্থীকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে দুর্গাপুর উপজেলার সাতটি ইউনিয়নে গতকাল রোববার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে উপজেলার ৫নং বাকলজোড়া ইউনিয়ন থেকে হাবিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

জানা যায়, ভোটে পরাজিত হওয়ার পরদিন সোমবার সকালে হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করলে পরিবারের লোকজন তাকে দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাবিবুর ওই ইউনিয়নের গাবাউতা গ্রামের আব্দুল মতিনের ছেলে। চেয়ারম্যান পদে তিনি তিন হাজার ৩০০ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছিলেন।

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ শাহনুর এ আলম জাগো নিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এইচ এম কামাল/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।