ডিমের ভেতরে মিললো আরেক ডিম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ২৯ নভেম্বর ২০২১

সাতক্ষীরায় একটি লেয়ার মুরগির ফার্মে ডিমের ভেতরে পুরো আরেকটি ডিম পাওয়া গেছে। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে ডিমটি দেখতে ওই খামারে ভিড় করছেন উৎসুক জনতা।

সোমবার (২৯ নভেম্বর) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী গ্রামে মরিয়ম লেয়ার মুরগি ফার্মে এ ঘটনা ঘটে।

মরিয়ম পোল্ট্রি ফার্মের স্বত্বাধিকারী আশরাফ হোসেন জাগো নিউজকে বলেন, ‘আমার ফার্মে চার শতাধিক মুরগি রয়েছে। মুরগিগুলো প্রতিদিন তিন শতাধিক ডিম দেয়। তবে আজ একটি বড় আকারের ডিম দেখে আমি অবাক হই। পরে আমার স্ত্রী ডিমটি ভাঙার পর লক্ষ্য করি ডিমের কুসুমের সঙ্গে আস্ত আরও একটি ডিম বেরিয়ে এসেছে। ডিমটির ওজন ছিল ৩৫০ গ্রাম।’

স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাহ বলেন, ‘মুরগির ডিম এতো বড় হতে পারে প্রথমে বিশ্বাস হয়নি। পরে বাড়ির পাশে ওই ফার্মে ৩৫০ গ্রামের ডিমটি দেখতে গিয়েছিলাম। ডিমটি ভাঙার সময় মোবাইলে ভিডিও করেছি।’

এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরার সাবেক প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ বি এম আব্দুর রউফ জাগো নিউজকে বলেন, ‘এতে অবাক হওয়ার কিছু নেই। মুরগির জেনেটিক্যাল সমস্যার কারণে অনেক সময় এমনটি হতে পারে। বিষয়টি জানার পর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে বলা হয়েছে। তিনি খামারটি পরিদর্শন করবেন।’

আহসানুর রহমান রাজীব/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।