ডাকাত গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ২৯ নভেম্বর ২০২১

গাজীপুরের শ্রীপুরে লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গোল্ডেন থ্রেড নামের একটি কারখানার শ্রমিকরা।

সোমবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে পৌর এলাকার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৩ নভেম্বর গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী এলাকায় কারখানার গোডাউনে ডাকাতির ঘটনা ঘটে। এসময় কারখানার কাঁচামালসহ মেশিনপত্র লুট করে নিয়ে যায় ডাকাতদল। এতে কাঁচামাল সংকটে সোমবার সকাল থেকে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। এ ঘটনায় শ্রমিকরা উত্তেজিত হয়ে প্রায় আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করেন।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও কারখানা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রায় ৩০ মিনিট পর যান চলাচল স্বাভাবিক হয়।

আমিনুল ইসলাম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।