অস্ত্র-ইয়াবা বিক্রি করার সময় রোহিঙ্গা যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ২৯ নভেম্বর ২০২১

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি পাইপগান, কার্তুজ ও এক হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম নুর আলম (৩৫)। তিনি উখিয়া মধুরছড়া ৩ নম্বর ক্যাম্প ব্লক বি-১৬ এর মৃত আবদুল করিম ছেলে।

সোমবার (২৯ নভেম্বর) বিকেলে ১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অস্ত্রশস্ত্র নিয়ে মাদক কেনাবেচার খবর পেয়ে রোববার (২৮ নভেম্বর) রাতে মধুরছড়া ক্যাম্পে অভিযান চালানো হয়। এসময় নুর আলমকে দেশীয় পাইপগানসহ আটক করা হয়। তাকে তল্লাশি করে এক হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে উখিয়া থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান এপিবিএনের অধিনায়ক।

সায়ীদ আলমগীর/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।