নরসিংদীর ১৪ ইউপিতে আ’লীগ, স্বতন্ত্র ৮

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ১২:৪৫ পিএম, ৩০ নভেম্বর ২০২১
ফাইল ছবি

নরসিংদীর ২২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১৪টিতে আওয়ামী লীগ ও আটটিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। রোববার (২৮ নভেম্বর) ভোটগ্রহণ শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী নরসিংদী সদর উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন- শিলমান্দী ইউনিয়নে গিয়াস উদ্দিন মাস্টার (নৌকা), নজরপুর ইউনিয়নে সাইফুল হক স্বপন (নৌকা), আমদিয়া ইউনিয়নে আবদুল্লা ইবনে রহিজ মিঠু (নৌকা), কাঠাঁলিয়া ইউনিয়নে মো. এবাদুল্লা (নৌকা), মেহেরপাড়া ইউনিয়নে আজহার অমিত প্রান্ত (নৌকা), হাজীপুর ইউনিয়নে ইফসুফ খাঁন পিন্টু (নৌকা), করিমপুর ইউনিয়নে মমিনুর রহমান আপেল (নৌকা) ও চিনিশপুর ইউনিয়নে মেহেদী হাসান তুহিন (মোটরসাইকেল)। এছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পাইকারচরে আওয়ামী লীগ প্রার্থী আবুল হাসেম এবং পাঁচদোনা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মিজানুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নে মেজবাহ উদ্দিন খন্দকার মিতুল (আনারস), রায়পুরা ইউনিয়নে ফারুক হোসেন (আনারস), ডৌকারচর ইউনিয়নে মাসুদ ফরাজী (টেলিফোন), মুছাপুর ইউনিয়নে হোসেন ভূঁইয়া (নৌকা), রাধানগর ইউনিয়নে খোরশেদ আলম তপন (চশমা), মির্জাপুর ইউনিয়নে মঞ্জুর এলাহী (চশমা), মহেশপুর ইউনিয়নে ফরহাদ হোসেন চাঁন মিয়া (চশমা), অলিপুরা ইউনিয়নে আল আমিন ভূঁইয়া মাসুদ (নৌকা), উত্তর বাখর নগর ইউনিয়নে হাবিবুল্লাহ হাবিব (নৌকা), মরজাল ইউনিয়নে আতাউর রহমান (আনারস), পলাশতলী ইউনিয়নে জাহাঙ্গীর আলম (নৌকা) ও আদিয়াবাদ ইউনিয়নে হাজি সেলিম মিয়া (নৌকা) বিজয়ী হয়েছেন।

নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা মেছবাহ উদ্দিন ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

সঞ্জিত সাহা/ইউএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।