নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
ফাইল ছবি
নেত্রকোনার পূর্বধলায় ট্রেনের কাটা পড়ে রবেন্দ্র পাল (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদর ইউনিয়নের তারাকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি জেলার দুর্গাপুর উপজেলাধীন ঝাঞ্জাইল গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, রবেন্দ্র পাল এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। কিছুদিন পূর্বে তার একমাত্র ছেলে মারা গেলে মানসিকভাবে ভেঙ্গে পড়েন তিনি। মঙ্গলবার দুপুরে তারাকান্দা গ্রাম এলাকায় রেললাইনে তিনি হাঁটাহাঁটি করছিলেন। এ সময় ময়মনসিংহগামী ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা যান।
পূর্বধলা রেলওয়ের স্টেশন মাস্টার আব্দুল মোমেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ময়মনসিংহগামী বলাকা ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছে।
এইচ এম কামাল/আরএইচ/এমএস