জমি নিয়ে বিরোধে প্রতিবেশীকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ৩০ নভেম্বর ২০২১
ফাইল ছবি

ভোলা সদরে জমি নিয়ে বিরোধের জেরে মো. রুহুল আমিন (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় জরিনা বেগম (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলার রাজাপুর ইউনিয়নের দাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন ওই গ্রামের মো. মকবুল সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত রুহুল আমিনের সঙ্গে প্রতিবেশী মো. কাশেমের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে কয়েকবার স্থানীয়ভাবে মীমাংসা হলেও কোনো সমাধান হয়নি।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরের দিকে রুহুল আমিন তার জমির শ্রমিকদের জন্য দুপুরের খাবার নিয়ে যাচ্ছিলেন। ওই সময় প্রতিপক্ষ মো. কাশেম, তার স্ত্রী জরিনা বেগম ও তাদের ছেলে মো. আল আমিন ও মো. নোমান তার পথরোধ করে এলোপাতাড়ি মারধর করেন। এতে রুহুল আমিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফরিদ শেখ জাগো নিউজকে বলেন, এ ঘটনায় আমরা জরিনা বেগম নামে এক নারীকে আটক করেছি। বাকিদের আটকের চেষ্টা চলছে। এ নিয়ে ভোলা মডেল থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

জুয়েল সাহা বিকাশ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।