গোসলে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো নারীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৬:০৩ পিএম, ০১ ডিসেম্বর ২০২১

চুয়াডাঙ্গায় গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাফুজা খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত মাফুজা খাতুন একই এলাকার মৃত শেরেগুল শেখের স্ত্রী।

তার স্বজনরা জানান, তার বাড়ির টিউবওয়েলের সঙ্গে আছে বৈদ্যুতিক মোটর। বিকেলে টিউবওয়েলে গোসল করতে। এ সময় টিউবওয়েলে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জাগো নিউজকে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

সালাউদ্দীন কাজল/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।