বিদ্যুৎস্পৃষ্ট যুবককে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো গৃহবধূর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ০১ ডিসেম্বর ২০২১
ফাইল ছবি

কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের বাজারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাজারপাড়া এলাকার আপেল উদ্দিনের স্ত্রী আমেনা বেগম (২৫) ও মোস্তাফিজুর রহমানের ছেলে কাইছার উদ্দিন (২৮)।

স্থানীয় বাসিন্দা আবদুর রহমান বলেন, কাইছার উদ্দিন পেশায় একজন ইজিবাইক (টমটম) চালক ছিলেন। বুধবার দুপুরের দিকে ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে পাশের বাড়ির আমেনা বেগমও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলে দুজনেরই মৃত্যু হয়।

মগনামা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যে দুইজনের মৃত্যু হয়েছে তারা বাজারপাড়া আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা। সম্প্রতি মুজিববর্ষ উপলক্ষে সরকারের দেওয়া নতুন ঘর পেয়েছিলেন তারা।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এতথ্য নিশ্চিত করেছেন।

সায়ীদ আলমগীর/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।