প্রধান শিক্ষকের অনিয়মে শিক্ষার্থীদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৫:১২ পিএম, ০২ ডিসেম্বর ২০২১

বরগুনার বেতাগীর কুমড়াখালী শশী ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে অতিরিক্ত ফি আদায়, নিয়োগ বাণিজ্য, স্বেচ্ছাচারিতা ও নানা অনিয়মের প্রতিবাদে বিক্ষোভে করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

jagonews24

এ সময় শিক্ষার্থী লাকি আক্তার, ফাহাদুজ্জামান, অভিভাবক আব্দুস সোবহান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুস সালাম, ইউপি সদস্য সুমন কুমার রায়, বরখাস্তকৃত শিক্ষক শিখা রানী, দীপক কুমার, বিনয় ভূষণ হাজরাসহ স্থানীয়রা বক্তব্য রাখেন।

jagonews24

বক্তারা বলেন, কুমড়াখালীর শশী ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি স্বদেশ কুমার রায় সুব্রত নিয়োগ বাণিজ্য, শিক্ষকদের বরখাস্তসহ নানা অনিয়মে যুক্ত ছিলেন। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।