দীর্ঘদিন পর চাঁদপুরে করোনায় একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৩:২৮ এএম, ০৬ ডিসেম্বর ২০২১

চাঁদপুরে দীর্ঘদিন পর করোনা আক্রান্ত হয়ে কাজল বেপারী (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। রোববার (০৫ ডিসেম্বর) রাতে হাসপাতাল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

মৃত কাজল বেপারী সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের পশ্চিম হোসেনপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, গত ৪ ডিসেম্বর সকালে করোনা উপসর্গ নিয়ে কাজল হাসপাতালে ভর্তি হন। এসময় তার নমুনা সংগ্রহ করা হয়। তবে অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় বিকেলেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ (রোববার) তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

উল্লেখ্য, নতুন আক্রান্তসহ চাঁদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫১ জনে। এ পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন ২৩৯ জন। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৭৭২ জন।

নজরুল ইসলাম আতিক/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।