চাটখিলে সাড়া ফেলেছেন প্রথম নারী চেয়ারম্যান প্রার্থী পান্না

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:৪১ এএম, ০৬ ডিসেম্বর ২০২১

নোয়াখালীর চাটখিল উপজেলায় ইউপি নির্বাচনে প্রথমবারের মতো একজন নারী চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে বেশ আলোচনা চলছে। তিনি সাবেক ইউপি চেয়ারম্যান আবু তৈয়বের স্ত্রী পান্না আক্তার। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে প্রার্থিতা ঘোষণার পর থেকে এলাকায় বেশ আলোচনা হচ্ছে তাকে নিয়ে।

জানা গেছে, আগামী ৫ জানুয়ারি চাটখিল উপজেলার নয় ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম ধাপের ইউপি নির্বাচন। এরমধ্যে ৪ নম্বর বদলকোট ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন উপজেলা শিক্ষা কমিটির সদস্য পান্না আক্তার।

স্থানীয়রা জানান, চাটখিলের ইতিহাসে এবারই প্রথম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সরাসরি ভোটের মাঠে কোনো নারী প্রার্থী লড়ছেন।

উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চৌধুরী, আবদুল বারেক বকুল জানান, চাটখিলে এরআগে কখনো কোনো নারী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেনি।

চেয়ারম্যান প্রার্থী পান্না আক্তার বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সবারই ভোটে প্রার্থী হওয়ার অধিকার রয়েছে। জনগণ যাকে ভালো মনে করবে এবং সবসময় তাদের সুখে দুঃখে কাছে পাবে ভোটের মাঠে তাকে বেছে নেবে।

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ সময় ৯ ডিসেম্বর, বাছাই ১২ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ ডিসেম্বর।

ইকবাল হোসেন মজনু/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।