পিরোজপুরে এক রাতে ৫ প্রাথমিক বিদ্যালয়ে চুরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ০৬ ডিসেম্বর ২০২১
ছবি: সংগৃহীত

পিরোজপুরে এক রাতে পাঁচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। রোববার (৫ ডিসেম্বর) দিনগত রাতে চোরের দল বিদ্যালয়ে থাকা ল্যাপটপ ও প্রোজেক্টরসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পিরোজপুর সদর উপজেলার ভাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর শংকর পাশা হক সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাদোখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরের দল।

এসময় ভাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি ল্যাপটপ ও একটি প্রজেক্টর নিয়ে যায়। অন্যান্য স্কুল থেকে যেসব মালামাল চুরি হয়েছে তার কোনো তালিকা এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

এ বিষয়ে পিরোজপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আমজাদ হোসেন জানান, সুন্দর পরিবেশকে অশান্ত করার একটি চক্রান্ত এটি। তিনটি স্কুলে চুরি ও দুটিতে তালা ভাঙার সংবাদ পেয়েছি।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.জা.মো. মাসুদুজ্জামান জানান, দুটি স্কুল চুরির অভিযোগ পেয়েছি।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।