পুলিশ পরিচয়ে গরু ডাকাতি, গ্রেফতার ৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৬:০০ পিএম, ০৭ ডিসেম্বর ২০২১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশ পরিচয়ে লুটে নেওয়া পাঁচটি গরুসহ ছয় ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার এইচএম আব্দুর রকিব। এর আগে সোমবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হচ্ছেন- জেলার গোমস্তাপুর উপজেলার মিলন হোসেন ওরফে মিলন, রহমত আলী, মুনসুর আলী ও নুরুজ্জামান, শিবগঞ্জ উপজেলার চককির্ত্তি ডুগলী ভাণ্ডার গ্রামের কুরবান আলী এবং জয়পুরহাট জেলার রাঘবপুর মুন্নাপুকুরপাড় গ্রামের মো. মানিক।

পুলিশ সুপার আরও জানান, ডাকাতির কাজে ব্যবহৃত যানবাহনসহ পাঁচটি গরু উদ্ধার করা হয়েছে। এখনো একজন ডাকাত পলাতক।

এর আগে শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গ্রামের একটি খামার থেকে গরু লুট করেন ডাকাতরা।

সোহান মাহমুদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।