কাঁদতে কাঁদতে নিরাপত্তার দাবি জানালেন নৌকা প্রার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ১০:৩৯ এএম, ০৯ ডিসেম্বর ২০২১

আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. শাহাজাদা তালুকদার। প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী একেএম আসাদুজ্জামান বাবুলের হুমকী ও হামলায় নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

বুধবার (৮ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগ প্রার্থী মো. শাহাজাদা তালুকদার ওই ইউনিয়নের মজম বাজার এলাকায় তার নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলনে এমন কথা জানান।

এ সময় কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, মনোনয়পত্র দাখিলের পর থেকেই প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী একেএম আসাদাজ্জামান বাবুল ও তার সমর্থকরা তাকে বিভিন্ন সময় নির্বাচন থেকে সরে যেতে হুমকি দিয়ে আসছেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার সকালে তার বাড়িতে গিয়ে হত্যার উদ্দেশ্যে স্বতন্ত্র প্রার্থী ও তার সমর্থকরা হামলা ও ভাঙচুর চালায়। এতে নৌকা প্রার্থীর কয়েকজন সমর্থক আহত হয়ে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এছাড়াও হামলার ভয়ে তার স্ত্রী নিজের বাড়ি থেকে পালিয়ে বোরহানউদ্দিন বাজার এলাকায় একটি ভাড়া বাসায় উঠেছেন। এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতা রয়েছেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী একেএম আসাদুজ্জামান বাবুল জানান, তিনি বুধবার সকাল থেকে ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে লিফলেট বিতরণ করেছেন। ওই সময় তিনি আওয়ামী লীগের নৌকার প্রার্থীর বাড়িতেও লিফলেট বিতরণ করতে গিয়েছেন। আওয়ামী লীগ প্রার্থী তার আত্মীয় স্বজন ও সমর্থনকারীরা তাকে মাঠ থেকে উঠিয়ে দেওয়ার জন্য হামলা চালায়। এতে তিনিসহ তার ২০/২৫ সমর্থনকারী আহত হয়ে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জুয়েল সাহা বিকাশ/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।