ট্রাক আনতে গিয়ে ট্রাকচাপাতেই মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১২:৩০ পিএম, ০৯ ডিসেম্বর ২০২১
ফাইল ছবি

রাস্তা পার হতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মো. সোহাগ মিয়া (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড় এলাকা এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামের জালাল মিয়ার ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন।

নিহতের স্বজনরা জানান, আশুগঞ্জে নিজ বাড়ি থেকে সোহাগ নিজের ট্রাক নেওয়ার জন্য সরাইল আসছিলেন। পথিমধ্যে বিশ্বরোড এলাকায় এসে তিনি ঢাকা-সিলেট মহাসড়ক পার হওয়ার সময় সিলেটগামী একটি বেপরোয়া পণ্যবাহী ট্রাক সোহাগকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. শাহজালাল আলম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আবুল হাসনাত/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।