ধানক্ষেতে মিললো বিলুপ্তপ্রায় প্রজাতির শকুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৮:৪৭ এএম, ১০ ডিসেম্বর ২০২১

বরগুনার তালতলীতে ধানক্ষেত থেকে বিলুপ্তপ্রায় প্রজাতির একটি বড় আকারের শকুন উদ্ধার করেছেন গ্রামবাসী।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সোনাকাটা ইউনিয়নের কবিরাজপাড়া গ্রাম থেকে শকুনটিকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বিকেলে ধানক্ষেতে বিলুপ্তপ্রায় প্রজাতির একটি শকুন দেখতে পান তারা। এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় শকুনটি উদ্ধার করা হয়। পরে বিষয়টি বন বিভাগকে জানালে শকুনটিকে নিয়ে যান তাদের কর্মীরা।

এদিকে শকুন উদ্ধারের খবর পেয়ে ওই গ্রামে ভিড় জমায় শতশত মানুষ। শকুনটি ভালোভাবে উড়তে পারছিলো না।

স্থানীয় বাসিন্দা সত্তার মাঝি বলেন, লোকালয়ে আগের মতো শকুন দেখা যায় না। শকুন উদ্ধারের খবরটি জানাজানি হলে উৎসুক জনতা দেখতে আসেন। যখন শকুনটি আমরা উদ্ধার করি তখন সেটি খুব দুর্বল ছিলো। দ্রুত চিকিৎসা দিয়ে শকুনটি অবমুক্ত করার দাবি জানাই।

তালতলী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ধানক্ষেত থেকে স্থানীয়রা একটি শকুনটি উদ্ধার করে আমাদের খবর দেন। আমরা গিয়ে পাখিটি উদ্ধার করে নিয়ে আসি। চিকিৎসা দিয়ে পরে ব্যবস্থা নেওয়া হবে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।