ধুনটে আ’লীগের ১০ নেতাকে দল থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:৪১ পিএম, ১০ ডিসেম্বর ২০২১

ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের ১০ নেতাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী মাস্টার ও সাধারণ সম্পাদক জিএম ফিরোজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

তারা হলেন, কালেরপাড়া ইউপির ১নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তিলক কুমার, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল হক মাস্টার ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সিহাবুল জোয়ারদার, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম আকন্দ, দপ্তর সম্পাদক রুবেল মিয়া, সদস্য গোফার তরফদার, ফরিদ উদ্দিন, জামাল উদ্দিন ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন মণ্ডল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত কালেরপাড়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হারেজ উদ্দিন নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। নির্বাচনে উল্লেখিত নেতারা নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেন। যা সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী।

উপজেলার কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী মাস্টার বলেন, নৌকার চেয়ারম্যান প্রার্থীর আবেদনের ভিত্তিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির প্রতিবেদনে অভিযোগ প্রমানিত হওয়ায় ১০ নেতাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।