বিজিবি ক্যাম্প থেকে হাতকড়াসহ পালালেন মাদক কারবারি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ১১:৪২ এএম, ১১ ডিসেম্বর ২০২১
প্রতীকী ছবি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লোহাকুচি বিজিবি ক্যাম্প থেকে হাতকড়াসহ পালিয়েছেন এক আসামি। শনিবার (১১ ডিসেম্বর) ভোর ৪টার দিকে পালিয়ে যান ওই মাদক কারবারি।

এলাকাবাসী ও বিজিবি সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিজিবি সদস্যরা মনছুর আলী (৩৫) নামে এক মাদক কারবারিকে আড়াই কেজি গাঁজা ও মোটরসাইকেলসহ আটক করে। পরে তাকে লোহাকুচি বিজিবি ক্যাম্পে নিয়ে যায়। কিন্তু শনিবার ভোর ৪টার দিকে ওই ক্যাম্প থেকে হাতকড়া পরিহিত অবস্থায় পালিয়ে যান ওই তিনি। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে আটক করতে পারেনি বিজিবি।

এ বিষয়ে মালগারা এলাকার কলেজ শিক্ষক সাদেকুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ী মনছুর আলী দীর্ঘদিন থেকে ওই এলাকায় মাদক কারবারির ব্যবসা করে আসছে। প্রশাসনের লোকজন সব কিছু জানে কিন্তু কোনো লাভ নেই। আটকের কয়েকদিন পরই দেখি তারা বেরিয়ে আসছে।

পলাতক আসামি মনছুর আলী (৩৫) উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া এলাকার মৃত ওসমান আলীর ছেলে।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক ল্যাটেনেন্ট কর্নেল মো. তৌহিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পলাতক আসামিকে ধরার চেষ্টা করছে বিজিবি।

এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।