মাংসে চর্বি দেওয়ায় কসাইকে কোপালেন কলেজশিক্ষক!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৮:৪৭ এএম, ১২ ডিসেম্বর ২০২১

লালমনিরহাটের সাপ্টিবাড়ী বাজারে মাংসে চর্বি দেওয়ায় ক্ষিপ্ত হয়ে কসাইকে মাংস কাটার দা দিয়ে কুপিয়েছেন মো. হয়রত আলী (৪৪) নামে এক কলেজশিক্ষক। গুরুতর আহত অবস্থায় কসাই শহীদুল ইসলাম লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি।

শনিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ি বাজারে এই ঘটনা ঘটেছে। শিক্ষকের এমন আচরণে হতবাক ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকরা।

জানা গেছে, আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি বাজারে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গরুর মাংস কিনতে যান সাপ্টিবাড়ি কলেজের কৃষিশিক্ষা বিভাগের প্রভাষক মো. হযরত আলী। এ সময় কসাই শহীদুল ইসলাম (৩৩) মাংসে এক টুকরো চর্বি দিয়ে দেন। এটা দেখে দুজনের কথা কাটাকাটি শুরু হয়। ঘটনার এক পর্যায়ে ওই কলেজ শিক্ষক ক্ষিপ্ত হয়ে কসাইয়ের ধারালো দা দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় আহত কসাইকে বাজারের লোকজন উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে কসাই শহিদুলের বড়ভাই সিরাজুল ইসলাম জানান, আমার ভাইয়ের অবস্থা আশস্কাজনক। আদিতমারী থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

তিনি আরও বলেন, আহতের স্ত্রী মাসুদা বেগম বাদী হয়ে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে প্রভাষক হযরত আলী বলেন, চর্বি বেশি দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়েছে মাত্র। তবে তাকে দা দিয়ে কোপানোর বিষয়টি মিথ্যা। আমাকে হয়রানি করার জন্য নিজেই নিজেকে আহত করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি, আহতের পরিবার এখনও কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

রবিউল হাসান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।