‘আপেলের অপরাধ তিনি নৌকার সমর্থক’
লালমনিরহাট সদর উপজেলায় সদ্য শেষ হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় এক যুবকের হাত-পা ভেঙে দিয়েছেন নবনির্বাচিত বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার টোটনের সমর্থকরা। গুরুতর আহত অবস্থায় আপেল মিয়া (৩৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার (০৮ ডিসেম্বর) রাতে আপেলকে মুঠোফোনে ডেকে মোস্তফি বাজার এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার হাত-পা ভেঙে দেয়া হয়।
স্থানীয়রা জানান, নির্বাচনের পর টোটনের লোকজন মোস্তফি বাজারে নৌকার সমর্থকদের দোকান ভাঙচুরসহ তাদের বেধড়ক পিটিয়ে বাজার থেকে বের করে দেন। তাদের হুমকিতে অনেকে বাজারে আসা বন্ধ করে দিয়েছেন।
গোকুন্ডা ইউপির নৌকা প্রতীকের পরাজিত চেয়ারম্যান প্রার্থী (এখনও দায়িত্বরত চেয়ারম্যান) ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন অভিযোগ করে বলেন, ‘আনারস প্রতীকের নির্বাচিত প্রার্থী আব্দুর রশিদ সরকার টোটনের নির্দেশে ১০-১৫ জন সশস্ত্র সমর্থক পরিকল্পিতভাবে ফোনে আপেলকে ডেকে এনে হত্যার উদ্দেশ্যে কোপায় এবং দুই পা কেটে ফেলার চেষ্টা করেন। আপেলের অপরাধ ইউপি নির্বাচনে সে নৌকার পক্ষে কাজ করেছিল।’
তিনি আরও জানান, ‘নির্বাচিত হওয়ার পর টোটন ও তার সমর্থকদের হুমকির কারণে গোকুন্ডা ইউনিয়নের বিভিন্ন এলাকার নৌকার সমর্থকরা বাড়িছাড়া। এসব ঘটনায় লালমনিরহাট সদর থানায় একাধিকবার মৌখিকভাবে জানানো হলেও জেলা আওয়ামী লীগের একটি মহলের হস্তক্ষেপে প্রশাসন তেমন কোনো ভূমিকা নিচ্ছে না।’
তবে অভিযুক্ত আব্দুর রশিদ সরকার টোটন বলেন, ‘তারা ভোটে হেরে গিয়ে একের পর এক আমার কর্মীদের উপর হামলা করতে শুরু করেছে। নির্বাচনের পর থেকে দুই পক্ষের বিবাদ চলে আসছে। বিষয়টি নিয়ে স্থানীয় সদর থানায় অভিযোগও করেছি।’
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, মারধরের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রবিউল হাসান/এফএ/জেআইএম